শোকসংবাদ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 

শিলিগুড়ি ঃ এখানকার বিশিষ্ট আনন্দমার্গী সমপ্রসাদ সরকারের পিতা শ্রীভজন সরকার গত ১০ই অক্টোবর ৮২ বৎসর বয়সে পরলোক গমন করেন৷ ১৫ই অক্টোবর শিলিগুড়ির ফকদইবাড়িতে আনন্দমার্গের  সমাজশাস্ত্রানুসারে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য্য ধীরেশানন্দ অবধূত৷