শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

চিৎমু নিবাসী পীতাম্বর টুডুর ধর্মপত্নী শ্রীমতী বাসন্তী টুডু-কিস্কুর কাকু করচে নিবাসী স্বর্গীয় মনোরঞ্জন কিস্কু (মার্গের অনুগামী ছিলেন না) গত ২৫শে মার্চ’২৪ পরলোক গমন করেন৷ তিনি অকৃতদার ছিলেন৷ বাসন্তী কিস্কুই শ্রাদ্ধকর্তী৷ ৩১শে মার্চ’২৪ রবিবার সকালে করচে আনন্দমার্গ জাগৃতিতে তাঁর শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান আনন্দমার্গ সমাজশাস্ত্র ‘‘আনন্দমার্গে চর‌্যাচর‌্য’’ বিধানুসারে প্রভাত সঙ্গীত(ভক্তিমূলক গান), নাম-সংকীর্তন, মিলিত ঈশ্বর-প্রণিধাণ, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় শেষে মূল শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷