শ্রীনগরের ডাল লেকে দেখা মিলল বিরল প্রজাতির মাছ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

মাছটির নাম এলিগেটর গার---এটি একটি বিরল প্রজাতির মাছ৷ এর মাথা কুমিরের মতো৷ দাতগুলো ক্ষুরের মতো ধারালো৷ এরা প্রধানত উত্তর আমেরিকার বাসিন্দা৷ আক্রমণাত্মক ও সর্বভুক এই মাছের দেখা মিলল শ্রীনগরের ডাললেক থেকে৷

ডাললেক সাফাইয়ের সময় এই বিরল প্রজাতির মাছ ধরা পড়ে৷ যা নিয়ে স্থানীয় ও প্রশাসনিক স্তরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷  কারণ ভারতে এই মাছের দেখা পাওয়া যায় না৷ বিজ্ঞানীদের আশঙ্কা, কেউ হয়তো ব্যষ্টিগত এ্যাকোরিয়ামে রাখা এই বিরল প্রজাতির মাছটিকে ইচ্ছাকৃতভাবেই ডাললেকে ছেড়ে দিয়েছে৷ বিশ্বের বহু জায়গায় এ্যাকোরিয়াম ফিশ হিসাবে এই ‘এলিগেটর গায়’কে রাখা হয়৷ কেউ হয়তো অনৈতিক উপায়ে মাছটিকে এ্যাকোরিয়ামে রেখেছিলেন৷ পরে তা লেকে ছেড়ে দেন৷ সময়ের সঙ্গে সঙ্গে সেটি আকারে বড় হয়েছে এটি দু মিটার পর্যন্ত লম্বা হতে পারে৷ মানুষের পক্ষে এটি ক্ষতিকারক নয়৷ অন্য প্রজাতির মাছ খেয়েই এরা বড় হয়৷

‘প্রাউট’---সমগ্র বিশ্বে সার্বিক প্রগতির ---একমাত্র পথ