শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১০২তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আনন্দমার্গের ধর্মমহাসম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগর ঃ আনন্দমার্গের প্রবক্তা ও প্রবর্তক শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১০২তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষ্যে ২৬শে মে থেকে ২৮শে মে পর্যন্ত পুরুলিয়ার আনন্দনগরে আনন্দমার্গের ধর্মমহাসম্মেলন অনুষ্ঠিত হয়৷ এবার মার্গগুরুদেবের প্রতিনিধি হয়ে ধর্ম মহাসম্মেলনে এসেছেন আচার্য বিকাশানন্দ অবধূত৷ এই ধর্মমহাসম্মেলনে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে ও ভারতের বিভিন্ন রাজ্য থেকে আনন্দমার্গীরা যোগ দিতে এসেছেন৷ পৃথিবীর যে ১৮২টি দেশে আনন্দমার্গের প্রচার রয়েছে–ওই সমস্ত দেশ থেকে আনন্দমার্গের অনুগামীরা এই ধর্মমহাসম্মেলনে যোগ দিয়েছেন৷ তিনদিনের সম্মেলনে প্রতিদিনই অপরাহ্ণে হালকা ঝোড়ো হাওয়া ও বৃষ্টি আনন্দনগরের দুঃসহ গরমে স্নিগ্ধতা এনে দেয়৷

মার্গের কেন্দ্রীয় ধর্ম প্রচার সচিব বলেন–বর্তমানে সমাজের সর্বক্ষেত্রে ব্যাপক অবক্ষয় দেখা দিয়েছে৷ কেবল নৈতিক ও আধ্যাত্মিক ক্ষেত্রেই নয়, শিক্ষা–সংস্কৃতি–র্থন্ প্রভৃতি সর্বক্ষেত্রে যে চরম বিপর্যয় দেখা দিয়েছে, মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী এই সমস্ত ক্ষেত্রের সকল সমস্যার সমাধানেরই পথ দেখিয়েছেন৷ বলা বাহুল্য, মানুষের নৈতিক অধঃপতন সব সমস্যার মূলে৷ তার জন্যে দরকার উপযুক্ত মানসাধ্যাত্মিক শিক্ষা তথা অনুশীলন৷ এ সমস্ত ব্যাপারে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী যে সর্বপ্রকার ডগ্মা ও কুসংস্কার মুক্ত সর্বাত্মক আদর্শ দিয়েছেন–এই ধর্মমহাসম্মেলনে সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা করেছেন মার্গগুরুর প্রতিনিধি আচার্য বিকাশানন্দ অবধূত ও মার্গের অন্যান্য কেন্দ্রীয় কর্মকর্তারা৷

আচার্য বিকাশানন্দ অবধূত ব্যষ্টিজীবনে ও মানস–আধ্যাত্মিক সাধনায় উন্নতি করতে সৎসঙ্গের গুরুত্ব ও প্রয়োজনের কথা বলেন৷ এছাড়া তিনি বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করেন

তিনদিনের এই ধর্মমহাসম্মেলনে প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য–গীত প্রভৃতি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল৷ মার্গগুরুর ভিডিও প্রদর্শন ৭২ ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷

তার সঙ্গে সঙ্গে মার্গগুরুর আদর্শের বাস্তবায়নের লক্ষ্যে আগামী ছয় মাসের জন্যে মার্গের আদর্শ প্রচার ও বহুমুখী সেবার পরিকল্পনাও গ্রহণ করা হবে৷ –এ কথা জানিয়েছেন আনন্দমার্গের কেন্দ্রীয় ধর্মপ্রচার সেক্রেটারী আচার্য বিশুদ্ধাত্মানন্দ অবধূত৷