শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ পদার্পণ দিবস নিউ ব্যারাকপুরে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নিউ ব্যারাকপুর ঃ গত ১৪ই জানুয়ারী মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ পদার্পণ দিবস উপলক্ষ্যে নিউ ব্যারাকপুর আনন্দমার্গ আশ্রমে সকাল ৯টা ৩০ থেকে দুপুর ১২টা ৩০ পর্যন্ত অখণ্ড ‘বাবানাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ উত্তর ২৪ পরগণার বিভিন্ন ব্লক থেকে আনন্দমার্গীরা এই কীর্ত্তনে যোগদান করেন৷ কীর্ত্তন, সাধনা ও গুরুপূজার পর ‘‘আনন্দমার্গ ও শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী’’ সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন এই জেলার ভুক্তিপ্রধান শ্রীসন্তোষ কুমার বিশ্বাস৷