ষ্টাডি সার্কেল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২০শে এপ্রিল’২৪ শনিবার রেণেশাঁ ইয়ূনিবারসাল (আর.ইয়ূ), আনন্দনগর শাখার পক্ষ থেকে আনন্দমার্গ হাইস্কুলে নিয়মিত ষ্টাডি সার্কেলের শুভসূচনা হয়৷ আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূতের সুমধুর কন্ঠে ‘জীর্ণ বিদীর্ণ জীবের করিব সেবা’ প্রভাত-সঙ্গীত ও ‘সংগচ্ছধবং সংবদধবং সংবো মনাংসি জানতাম’ মন্ত্র গেয়ে অনুষ্ঠান শুরু হয়৷ ‘ষ্টাডি সার্কেলের প্রয়োজনীয়তা ও রেণেশাঁ ইয়ূনিবারসাল’ নিয়ে বক্তব্য রাখেন ষ্টাডি সার্কেল ও রেণেশাঁ ইয়ূনিবার্সাল আনন্দনগর শাখার চেয়ারম্যান আচার্য কিষেনসিং সুদ মহাশয়, আনন্দনগর নিজ পুরসভার চেয়ারম্যান আচার্য মুক্তানন্দ অবধূত, আনন্দমার্গ হাইস্কুলের প্রধান শিক্ষক আচার্য প্রজ্ঞানানন্দ অবধূত ও রেক্টর মাষ্টার আনন্দনগর আচার্য নারায়ণানন্দ অবধূত৷ উপস্থিত ছিলেন আনন্দমার্গ হাইস্কুল ও প্রাইমারী স্কুলের শিক্ষকবৃন্দগণ৷ প্রত্যেক বক্তার পর একটি করে প্রভাত-সঙ্গীত অনুষ্ঠানের মাধুর্যতা বাড়িয়ে দেয়৷ ‘‘মোদের আনন্দনগর ভালবাসাতে ঝলমল’’ প্রভাত-সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়৷ পরবর্তী ষ্টাডি সার্কেলের বিষয়বস্তু থাকবে (১) বর্তমান সমাজের অবক্ষয়ের কারণ ও সমাধান কিভাবে সম্ভব৷ (২) বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা ও নির্বাচন প্রক্রিয়ার ত্রুটি৷ প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে সম্ভব? পরবর্তী ‘‘ষ্টাডি সার্কেল’’ অনুষ্ঠিত হবে আগামী ৮ই জুন’২৪ আনন্দমার্গ হাইস্কুলে৷