২০শে জুন’২৩ ‘ওয়েষ্ট বেঙ্গল কাউন্সিল ফর স্কুল গেমস এণ্ড স্পোর্টস’ আয়োজিত অনুর্ধ - ১৫ বছর ছেলেদের ‘৬৩তম ইণ্টার স্কুল সুব্রত মুখার্জী কাপ ফুটবল চেম্পিয়ানশিপ ২০২৪’ ঝালদা মহকুমা স্তর (পুরুলিয়া জেলা) ফুটবল প্রতিযোগিতা ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়৷ আনন্দমার্গ হাইস্কুল, আনন্দনগর জিলিংলহর হাইস্কুলকে ৩-০ গোলে হারিয়ে ঝালদা মহকুমা চ্যাম্পিয়ন হয়েছে৷ আনন্দমার্গ শিশুসদনের সন্তোষ দেব একাই তিনটি গোল করে৷ এখানে উল্লেখনীয় যে টীমের ছয়জন প্লেয়ার ‘স্পিরিচ্যুয়ালিষ্টস স্পোর্টস এণ্ড এডভেঞ্চারস ক্লাব’ SSAC Academy) একাডেমিতে নিয়মিত অনুশীলন করছে৷ সন্তোষ দেবও একাডেমীর একজন৷ ২৪শে জুন ২০২৪, ‘ওয়েষ্ট বেঙ্গল কাউন্সিল ফর স্কুল গেমস এণ্ড স্পোর্টস’ আয়োজিত অনুর্ধ -১৫ বছর ছেলেদের ‘৬৩তম ইণ্টার স্কুল সুব্রত মুখার্জী কাপ ফুটবল চ্যাম্পিয়ানশিপ ২০২৪’ পুরুলিয়া জেলা ফুটবল সেমিফাইনাল প্রতিযোগিতা মানভূম ভিক্টোরিয়া ইনষ্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়৷ আনন্দমার্গ হাইস্কুল, আনন্দনগর বনাম পুঞ্চা নপাড়া হাইস্কুলের সঙ্গে ১-০ গোলে জয়ী হয়৷ ফাইনালে খেলা হয় মানভূম ভিক্টোরিয়া ইনষ্টিটিউশনের সঙ্গে পুরুলিয়া মানভূম স্পোর্টস এসোসিয়েশন গ্রাউণ্ডে৷ খেলার নির্ধারিত সময়ে উভয়ের গোল সংখ্যা ১-১ থাকে৷ ট্রাইবেকারে আনন্দমার্গ হাইস্কুল হেরে যায়৷ সুব্রত কাপে অনূর্ধ-১৫ ফুটবল প্রতিযোগিতায় আনন্দমার্গ হাইস্কুল এই বার প্রথম অংশগ্রহণ করেছিল৷
আনন্দমার্গ শিশুসদনের শোভন দেব সেমিফাইনালে গোলটি করে৷ সে ‘স্পিরিচ্যুয়ালিষ্টস স্পোর্টস এণ্ড এডভেঞ্চারস ক্লাব’ SSAC Academy) একাডেমিতে নিয়মিত অনুশীলন করছে৷ একদিনেই সেমিফাইনাল দুপুরের আগে ফাইনাল দুপুরের পর অনুষ্ঠিত হয়৷