সুভাষগ্রামে আমরা বাঙালীর কর্মী সম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সুভাষগ্রাম, ২৯শে অক্টোবর ঃ গত ২৯ শে অক্টোবর দঃ২৪ পরগণা সোনাারপুর  এলাকার অন্তর্গত সুভাষগ্রামে  আমরা বাঙালী’-র  কর্মী সম্মেলনে আয়োজন করা হয়৷ উক্ত সম্মেলন কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায় ও কেন্দ্রীয়  প্রচার ও জনসংযোগ সচিব  রবীন্দ্রনাথ সেন মহাশয়ও উপস্থিত ছিলেন৷ জেলার বিভিন্ন  এলাকা থেকে  কর্মীরা এসে উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন৷  কেন্দ্রীয় সচিব  সকলের  সাথে আলোচনা করে ও সকলের সম্মতি নিয়েই জেলা সচিব বদলের সিদ্ধান্ত নিলেন৷  দঃ ২৪ পরগণার জেলায়  আমরা বাঙালী’-র কাজ মোটেই সন্তোষজনক ছিল না৷  তাই কাজের গতি আনার জন্য শ্রী অনির্বাণ রায়ের পরিবর্ত্তে শ্রী অরুপ চ্যাটার্জীকে জেলা সচিব করা হল৷ তাই পরিবর্ত্তিত কমিটি নিম্নলিখিত ব্যাষ্টিদের  নিয়ে করা হল৷

জেলা সচিব- অরূপ চট্টোপাধ্যায়৷

যুগ্ম সচিব- সুজিত সাহা৷

অর্থ সচিব - বিপ্লব নস্কর৷

সাংঘাটনিক সচিব - জয়দেব দাস৷

সাংসৃকতিক সচিব - সুরশ্রী মাইতি৷

প্রচার ও জনসংযোগ - সুবোধ কর ৷

উন্নয়ণ সচিব - অনিবার্ণ রায়৷

কার্র্যলয় - হারাণ ভট্টাচার্য ৷ 

বাঙালী মহিলা  সমাজের সচিব  - কবিতা চট্টোপাধ্যায় ও                চন্দ্রা দাস৷

সদস্য- পঞ্চু দাস, তুষ্টু ধারা, গোরাপদ দেব ও শরৎ কুমার মিস্ত্রী৷