সুইডেনের উপকুলে ৪ বছর পর ফের রাশিয়ান গুপ্তচর তিমি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

রুশ গুপ্তচর তিমি সেলুগাকে ৪বছর পর আবার দেখা গেল সুইডেনের উপকুলে৷ নরওয়ের উপকুলে ২০১৯ সালে তিমিটিকে শেষ বারের মতো দেখা গিয়েছিল৷ তার গলায় লাগানো ছিল একটি বেল্ট৷ মানুষের হাতে তৈরী ওই বেল্টটাই সন্দেহ উস্কে দিয়েছিল৷ জল্পনা ছড়িয়েছিল সে এটি রুশ গুপ্তচর তিমি৷ রুশ নৌবাহিনী রীতিমতো তাকে তালিম দিয়ে ছেড়েছে৷ প্রথমবার এই সেলুগা তিমিটিকে দেখা গিয়েছিল নরওয়ের উত্তরাংশ ফিনমার্কে৷ প্রায় তিন বছর সেখানে ঘোরা ফেরা করার পর হঠাৎই উধাও হয়ে গিয়েছিল তিমিটি৷ তারপর আবার সুইডেনের উপকূলে ভেসে উঠল৷ ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান জানিয়েছে গত রবিবার হান্নোবো স্ট্যাণ্ডে দক্ষিণ-পশ্চিম উপকুলে দেখা যায় রুশ গুপ্তচরটিকে  তার বয়স ১৩/১৪ বছর