লেখক
সুকুমার রায়
১
ওগো ত্রিকালদর্শী
মধুবন বিহারী
বিশ্বভুবন রেখেছো
তুমি মননে ভরী৷
অনন্তলীলায় খেলিছো
বিশ্ব বিধাতা
দয়ার সাগর তুমি
জীবের পরিত্রাতা৷
বাজাও বাঁশি
ওগো মোহন বেশে
নন্দনলোকের দিব্যানন্দে
আছো মিশে৷
২.
দিনের আলোয় ব্যস্ত তারা
তাই তো বুঝি দেয় না ধরা
রাত গগনে তাকায় তারা
কৌতুহলে দীপ্ত নয়ন ভরা
আসতে মানা মোদের পাশে
বন্দি সেকোন অজানা দেশে৷
- Log in to post comments