সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
পাঁশকুড়া ঃ গত ৫ই সেপ্ঢেম্বর পাঁশকুড়ার সুরানানকারে শ্রী রাধেশ্যাম মন্ডলের বাসভবনে এক তত্ত্বসভার আয়োজন করা হয়৷ তত্ত্বসভার শুরুতে প্রভাত সঙ্গীত , কীর্ত্তন ও মিলিত সাধনা অনুষ্ঠিত হয়৷ এরপর আনন্দমার্গের সাধনা ও কীর্ত্তনমাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন শ্রী সুভাষ প্রকাশ পাল ও শ্রী বনমালী মন্ডল৷ তাঁরা বলেন, ঈশ্বর আমাদের মধ্যেই রয়েছে৷ সাধনা দ্বারা মনকে একাগ্র ও শুদ্ধ করলে অন্তরের অন্তস্থলেই ঈশ্বর উপলদ্ধি হয় ও অপার আনন্দলাভ করা যায়৷
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অবধূতিকা আনন্দ সুধাকল্প আচার্যা৷