সেই প্রতিযোগিতায় কোন কোন আম্পায়ার ম্যাচের দায়িত্ব সামলাবেন তা আগেই জানিয়ে দিয়েছিল আইসিসি৷ কোনও ভারতীয় আম্পায়ার থাকছেন না এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে৷ আইসিসির তরফে এ বার জানানো হল গ্রুপ পর্বে কোন ম্যাচে কোন আম্পায়ারের হাতে থাকবে দায়িত্ব৷ ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়ার কারা? ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান৷ গ্রুপ পর্বের সেই ম্যাচে মাঠের দায়িত্ব থাকবে দুই অভিজ্ঞ আম্পায়ার পল রেইফেল এবং রিচার্ড ইলিংওর্থের হাতে৷ টিভি আম্পায়ার হিসাবে থাকবেন মাইকেল গফ৷ চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক এবং ম্যাচ রেফারি ডেভিড বুন৷ ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি৷ প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান এবং নিউ জিল্যান্ড৷ সেই ম্যাচের দায়িত্ব থাকবে রিচার্ড কেটলবোরো এবং শারফুদৌলার হাতে৷ সেই ম্যাচের টিভি আম্পায়ার জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ এবং ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফ৷ এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে৷ সেই ম্যাচের দুই আম্পায়ার রেইফেল এবং হোল্ডস্টক৷ ইলিংওর্থ সেই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন, চতুর্থ আম্পায়ার গফ এবং ম্যাচ রেফারি বুন৷ গ্রুপে ভারতের শেষ ম্যাচ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে৷ সেই ম্যাচের দায়িত্বে মাঠে থাকবেন গফ এবং ইলিংওর্থ৷ টিভি আম্পায়ার হিসাবে থাকবেন হোল্ডস্টক, রেইফেল চতুর্থ আম্পায়ার এবং বুন ম্যাচ রেফারি৷ আট দলের লড়াইয়ে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে৷ একটি গ্রুপে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং নিউ জিল্যান্ড৷ অন্য গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান৷ ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি৷ গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২ মার্চ৷ দু’টি সেমিফাইনাল হবে ৪ এবং ৫ মার্চ৷ ফাইনাল ৯ মার্চ৷ নক আউট পর্বে কোন কোন আম্পায়ার থাকবেন তা এখনও জানায়নি আইসিসি৷
সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়