সংবাদদাতা
পি.এন.এ.
সময়
বর্তমানে আদিত্য নামের এই মহাকাশ যানটি ২৯৬ কিমি ৭১ হাজার ৯৬৭ কিমির একটি উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে৷ নির্দিষ্ট সময়ের আগেই পৃথিবীর তৃতীয় কক্ষপথ পার করল আদিত্য-এল-১৷
ভারতীয় মহাকাশের গবেষণা কেন্দ্র বা ইসরো তাদের এক্স হ্যান্ডেলে এই সংবাদ দিয়েছে৷ ভারতের বেঙ্গালুরু, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা ও পোর্টব্লেয়ার ছাড়াও মরিশাস থেকে আদিত্যের কক্ষপথ পর্যবেক্ষণ করা হচ্ছে নিয়মিত৷ তারাই জানিয়েছে, চলতি মাসের ১৫ তারিখ বেলা দুটো নাগাদ আদিত্যের পরবর্তী কক্ষপথ পরিবর্তন করবে৷ ইসরোর দাবি, ১৮ সেপ্ঢেম্বরের মধ্যে আদিত্য চারবার পৃথিবীর চারপাশে ঘুরবে৷ এখনও পর্যন্ত ঠিকঠাকই কাজ করছে এই মহাকাশ যান৷ আগামী বছর ফেব্রুয়ারীতে প্রথম সূর্যের ছবি পাঠাবে আদিত্য৷ আর এটা যদি সম্ভব হয় তবে ভারতের প্রথম সূর্র্যভিযান সফল হতে পারে৷