আনন্দনগরে দৌড় প্রতিযোগিতা
গত ৪ঠা ফেব্রুয়ারী’২৪ রবিবার অনূর্ধ ১৪ ও ১৭ বয়সের ছেলেদের ১০০, ২০০, ৪০০মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মধ্য আনন্দনগর আনন্দমার্গ প্রাইমারী স্কুল প্রাঙ্গণে৷ ১০০ মিটার দৌড়ে অনূর্ধ-১৪ বছরের ছেলেদের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী আর সপ্তম ও অষ্টম শ্রেণী দুই ভাগে প্রতিযোগিতায় হয়৷ অনূর্ধ ১৭ বছরের ছেলেদের ১০০মিটার ও ২০০মিটারের আর ১৭ বছরের ঊধের্র্ব ৪০০ মিটারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের জার্সি দেওয়া হয়৷ পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিল স্পিরিচ্যুয়ালিষ্টস স্পোর্টস এণ্ড এডভেঞ্চারস ক্লাব, আনন্দনগর শাখা৷