সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আগামী ১লা মে সুপ্রিম কোর্টে তিন তালাক মামলার শুনানি হবে৷ এই পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, তিন তালাক প্রথা দ্রৌপদীর বস্ত্রহরণের মত৷ দ্রৌপদীর বস্ত্ত্রহরণের ঘটনার পর বিদূর বলেছিলেন, ‘যারা বস্ত্রহরণের চেষ্টা করছে, যারা সমর্থন করছে ও যারা চুপ করে বসে আছেন সবাই সমান দোষী৷ এক্ষেত্রে তালাক প্রথাকে যারা সমর্থন করেন ও যারা এর বিরোধিতা করছেন না, চুপ করে আছেন সবাই সমান দোষে দোষী৷