সংবাদদাতা
পি.এন.এ.
সময়
গত ২২শে এপ্রিল আবগানিস্তানে জঙ্গী তালিবানী হামলায় প্রায় ১০০ জন আফগান সেনার মৃত্যু হয়েছে৷ জখম প্রচুর৷ এই মুসলিম জঙ্গীরা সেনাবাহিনীর পোষাক পরে সেনাবাহিনীর গাড়িতে চড়ে সেনাঘাঁটিতে ঢুকে হামলা চালায়৷ তাদের মধ্যে অন্ততঃ দু’জন আত্মঘাতী জঙ্গী ছিল৷ এর আগে মার্চের গোড়াতেও চিকিৎসকের বেশ ধরে ঢুকে এক বড় সেনা হাসপাতালে হামলা চালায়৷ এতেও প্রায় ৫০ জনের মৃত্যু হয়৷