তাপ প্রবাহ নিয়ে রাষ্ট্রপুঞ্জের হুঁশিয়ারী - বাংলায় পশ্চিমাঞ্চল ও মধ্য ভারতের বহু এলাকায় বিপদ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

অক্টোবরের মাঝামাঝি হয়ে গেল৷ তবুও চড়া রোদের তেজ কমেনি৷ গায়ে জ্বালা ধরানো ভ্যাপসা গরম৷ স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবসময় বেশী থাকছে৷ এই পরিস্থিতিতে আবহাওয়া নিয়ে ভয় ধরানো ভবিষ্যদবানী করেছে রাষ্ট্রপুঞ্জ ও রেডক্রস৷ এ বছর গরমে আফ্রিকা ও পাকিস্তানের কোন কোন জায়গায় তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াসের ঘর পার করেছিল৷ একটুর জন্য তাপমাত্রা ৫০ এর ঘর ছুঁতে পারেনি রাজধানী দিল্লী সহ উত্তর পশ্চিম ভারতের কয়েকটি জায়গায়৷ এ রাজ্যের বাঁকুড়া ও পুরুলিয়ার চিত্রও ছিল প্রায় একই রকমের৷

রাষ্ট্রপুঞ্জ ও রেডক্রসের তথ্য অনুযায়ী আগামী দুদশকের মধ্যে আফ্রিকা, পশ্চিম ও দক্ষিণ এশিয়ায় বেশ কিছু অঞ্চল আর বাসযোগ্য থাকবে না৷ আশঙ্কিত জায়গাগুলির মধ্যে রয়েছে দক্ষিণ ভারত, মধ্যভারত ও পাকিস্তানের কিছু জায়গা৷ কোভিড, ক্যান্সার বা অন্য কোন মারন রোগ নয়, ভারতের দক্ষিণ ও মধ্যভাগের বিস্তীর্ণ এলাকায় আগামী দু’দশকের মধ্যে মৃত্যুর কারণ হিসাবে শীর্ষে যেতে চলেছে তাপপ্রবাহ৷ আবহাওয়ায় পরিবর্তন সম্পর্কে রাষ্ট্রপুঞ্জ ও রেডক্রসে গবেষণায় উঠে এসেছে এমনই বিপজ্জনক আশঙ্কার কথা৷

গবেষকরা জানাচ্ছেন প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা চাষের জমিতে কাজ করার জন্য কর্ষক, নির্র্মণ শ্রমিক, প্রবীন নাগরিক, গর্ভবতী, সদ্য প্রসূতি ও শিশুদেরই এই অত্যধিক তাপজনিত কারণে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে৷