তারকেশ্বর  আনন্দমার্গ স্কুলে  সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৮শে মার্চ তারকেশ্বর আনন্দমার্গ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক  অনুষ্ঠান হয়৷ এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন আনন্দমার্গের  কেন্দ্রীয় কর্মকর্তা আচার্য বীতমোহানন্দ অবধূত, প্রধান অতিথির আসন গ্রহণ  করেন তারকেশ্বর মহাবিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান  অধ্যক্ষ মাননীয় সত্যজিৎ বসু ও বিশেষ অতিথির  আসন গ্রহণ  করেন তারকেশ্বর আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান  শিবশংকর পাল মহাশয়৷  অনুষ্ঠানে  স্কুলের প্রিন্সিপ্যাল আচার্য সুবিকাশানন্দ অবধূত বার্ষিক প্রতিবেদন  পাঠ করেন

সাংস্কৃতিক  অনুষ্ঠানে  স্কুলের  ছেলে-মেয়েরা ছড়া,কবিতা, গান, নাচ-সহ বিভিন্ন ধরণের সাংস্কৃতিক  কার্যক্রমে  অংশগ্রহণ করে’ দর্শকদের মুগ্ধ করে দেয়৷ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ‘তুষারমালা’ নাটক৷

এছাড়া বিভিন্ন বক্তা তাঁদের বক্তব্যে আনন্দমার্গের  শিক্ষাব্যবস্থার  ভূয়সী  প্রশংসা  করেন৷  আচার্য বীতমোহানন্দ অবধূত  আনন্দমার্গের নব্যমানবতাবাদী  শিক্ষাদর্শের ওপর বক্তব্য রাখেন৷