টাটুয়াড়ায় নামকরণ ও অন্নপ্রাশন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৫ই সেপ্ঢেম্বর,২৩ টাটুয়াড়া নিবাসী নরসিং ও অর্চনা কুমারের প্রথম কন্যা সন্তানের নামকরণ ও অন্নপ্রাশন অনুষ্ঠান আনন্দমার্গ চর্যাচর্য বিধানুসারে অবধূতিকা আনন্দসুমিতা আচার্যের পৌরহিত্যে সম্পন্ন হয়৷ নবাগতা শিশুর নাম রাখা হয় তনুজা৷ এই উপলক্ষ্যে তিনঘন্টা অখণ্ড নাম সংকীর্ত্তন, মিলিত সাধনা ও নারায়ণ সেবারও আয়োজন করা হয়৷