তেলেঙ্গানায় মিড ডে মিলে দেওয়া হচ্ছে ভাত আর লঙ্কারগুড়ো

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ভাতের উপর শুকনো লঙ্কার গুঁড়ো ছেটানো৷ আর সেই খাবারই খেতে দেওয়া হচ্ছে পড়ুয়াদের৷ তেলসঙ্গনার এক স্কুলে মিড ডে মিল নিয়ে অভিযোগ উঠতেই শোরগোল পড়ে গিয়েছে৷ অভিযোগ, মিড ডে মিলে কোনও পুষ্টিকর খাবার নয়, তরকারি, মাছ বা মাংস নয়, শুধু ভাত আর তার উপরে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে পড়ুয়াদের খেতে দেওয়া হচ্ছে৷ গত ২ অগস্ট রাজ্যের কোঠাপল্লি গ্রামের একটি সরকারি স্কুলের ঘটনা৷ মিড ডে মিল খাওয়ার পরই পড়ুয়াদের পেটে ব্যথা শুরু হয় বলে অভিযোগ অভিভাবকদের৷ সন্তানদের কাছ থেকেই তাঁরা জানতে পারেন মিড ডে মিলে শুধু ভাত, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল দেওয়া হয়৷ এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ দেখান অভিভাবকরা৷ বিষয়টি নিয়ে যখন হুলস্থুল পড়ে গিয়েছে, অভিযোগ পৌঁছয় জেলা শিক্ষা দফতরে৷ তড়িঘড়ি একটি দলকে বিষয়টি খতিয়ে দেখার জন্য পাঠানো হয়৷ যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়, পড়ুয়াদের ঠিক খাবারই দেওয়া হয়েছিল৷ কিন্তু সেই খাবার মুখে দেওয়ার মতো নয় বলে অভিযোগ তোলে তারা৷ তার পরই বিষয়টি নিয়ে পড়ুয়া এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে শিক্ষা দফতরের ওই দলটি৷ তাদের কাছে অভিযোগ জানানো হয়, নিম্নমানের খাবার দেওয়া হয়৷ শিক্ষা দফতরের আধিকারিকরা জানিয়েছেন, দু’পক্ষের অভিযোগ পেয়েছেন তাঁরা৷ বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে৷