টেস্টে ভালো খেলা সত্ত্বেও টি-২০তে ডাক পেলেন না অশ্বিন

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

দারুণ ছন্দে রয়েছেন ভারতীয় অফস্পিনার৷ ইংল্যাণ্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় টেস্টে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি শতরানও করেছিলেন তিনি৷ তবুও ইংল্যাণ্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে জায়গা কেন হল না অশ্বিনের এ বিষয়ে ক্রীড়ামহলে  চিন্তিত অনেকেই৷ 

অস্ট্রেলিয়া ও ইংল্যাণ্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল খেললেও সীমিত ওভারের সিরিজে রবিচন্দ্রন অশ্বিন ডাক না পাওয়ায় বিস্মিত গৌতম গম্ভীরও৷ ভারতের প্রাক্তন ওপেনার বলেন ‘‘৪০০ উইকেটের কাছাকাছি থাকা ও ব্যাটসম্যান হিসেবে পাঁচটি শতরান করা একজন ক্রিকেটার সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে নেই এটা দুর্র্ভগ্যজনক৷ অশ্বিন দারুণ ক্রিকেটার৷’’

গম্ভীর আরও বলেন---‘ওর বোলিংয়ে অনেক বৈচিত্র্য রয়েছে৷ অনেক সময় ধরে যে ক্রিকেট অশ্বিন খেলেছে আর এখনও ও যতটা কার্যকরী ভূমিকা নেয় তা অবিশ্বাস্য৷’’