তিলজলা ও নোড়াদহে বর্ষবরণ উৎসব পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত রবিবার ১৪৩১ বঙ্গাব্দের প্রথম দিন  ১লা বৈশাখ ‘আমরা বাঙালী’ সংঘটনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কলিকাতায় কেন্দ্রীয় জাগৃতি ভবনে ‘নববর্ষ বরণ’ অনুষ্ঠান উদযাপন করা হয়৷ উৎসবের অঙ্গ হিসাবে সর্বপ্রথম সকাল ৭-০০টা থেকে ১০-০০টা পর্যন্ত *বাবা নাম কেবলম* মহামন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে সাধনা, সাধ্যায়,বর্ণার্ঘদান ইত্যাদি চলে৷ স্বাধ্যায়ে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর রচিত গ্রন্থ থেকে নববর্ষ সম্পর্কে প্রদত্ত প্রবচনটি পাঠ করেন শ্রদ্ধেয় আচার্য নিত্যসত্যানন্দ অবধূত৷ অত:পর উপস্থিত ভক্তমন্ডলী মার্গগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন৷

পরবর্তী পর্যায়ে সকলকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্বাগত ভাষণ দেন সমাজ সচিব শ্রী জ্যোতিবিকাশ সিনহা৷ তিনি তাঁর বক্তব্যে বাঙালী ও বাংলা ভাষার সার্বিক উন্নয়ন ও কল্যাণে প্রতিটি বাঙালী ভাইবোনকে অগ্রণী ভূমিকা পালন করতে আহ্বান জানান৷ তিনি সুদূর ইতালি থেকে আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত দাদার পাঠানো নববর্ষ উপলক্ষে রচিত একটি কবিতা পাঠ করেন৷ এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় ও দুপুর দেড়টা পর্যন্ত চলে৷ শ্রদ্ধেয় দাদা আচার্য প্রিয়শিবানন্দ অবধূত, আচার্য নিত্যসত্যানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ অভীষা আচার্যা, শ্রী মোহনলাল অধিকারী প্রমুখ প্রভাত সঙ্গীত পরিবেশন করেন৷ নরেন্দ্রপুর শিশু সদনের শিশুশিল্পীবৃন্দ প্রভাত সঙ্গীত অবলম্বনে কয়েকটি নৃত্য পরিবেশন করে৷ স্বরচিত কবিতা আবৃত্তি করেন শ্রী জ্যোতিবিকাশ সিনহা৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রী হিতাংশু ব্যানার্জী৷ বিভিন্ন বিভাগের সহায়তায় ছিলেন শ্রীমতী সুনন্দা সাহা, প্রণতি পাল, সর্বশ্রী মোহনলাল অধিকারী, সুবোধরঞ্জন কর, নিরঞ্জন সাহা, হিরন্ময় পাঁজা,অমর চ্যাটার্জী,ত্রিলোক নাথ মন্ডল প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি দর্শক মন্ডলী ও শ্রোতামন্ডলী দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়৷

সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সংক্ষিপ্ত কীর্ত্তন, সাধনা ও গুরুপূজার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়৷ অত:পর প্রায় তিন শতাধিক ভক্তমন্ডলী দ্বিপ্রাহরিক মিলিত আহারে অংশগ্রহণ করেন৷

নববর্ষের সামগ্রিক অনুষ্ঠানের রূপায়নে সক্রিয় সহযোগিতায় ছিলেন আমরা বাঙালী, প্রাউটিষ্ট ইউনিবার্সাল ও কলিকাতা ভুক্তি কমিটির সদস্য সদস্যাগণ৷’ আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির’ পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা, নমস্কার ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কেন্দ্রীয় সচিব শ্রী জ্যোতিবিকাশ সিনহা৷

নোড়াদহ: ১লা বৈশাখেনোড়াদহ গ্রামে শ্রী সুভাষ বৈরাগী মহাশয়ের বাড়ীতে প্রতি বৎসরের মত এবছরেও সকাল ছ’টা থেকে দুপুর বারটা পর্যন্ত অখণ্ড ‘বাবা নাম কেবলম’ কীর্ত্তন অনুষ্ঠিত হ’ল৷ কীর্ত্তনের শেষে বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত  ও অবধূতিকা আনন্দ অণ্বেষা আচার্যা৷ সকল বক্তাগণই কীর্ত্তনের গুরুত্ব ও উপকারিতার ওপরে আলোকপাত করেন৷

বক্তাগণ নববর্ষের বিষয়ে জানান যে, এ দিন সঙ্কল্প নেওয়ার দিন৷ সারা বছর আমরা যেন সমাজ সেবা করি৷ অতীতের ভুল-ভ্রান্তি শুধরে নিয়ে আমরা যেন শুভ কাজে সময় দিই৷ আমরা যেন আধ্যাত্মিকতার চর্চা আরও বেশী করে করি৷

সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সুভাষ বৈরাগীর কন্যা তনিমা বৈরাগী৷ তিনি আশা করেন প্রতি বছরে এই নববর্ষের দিনে যেন আমরা সকলে কীর্ত্তনানুষ্ঠানে অংশ গ্রহণ করি৷ সব শেষে দুটি প্রভাত সঙ্গীত পরিবেশনের পরে মিলিত প্রসাদ গ্রহণ করা হয়৷