গত ১০,১১ ও ১২ই ফেব্রুয়ারী তিলজলার ভি.আই.পি নগরে আনন্দমার্গের আশ্রমে তিনদিনের যোগ সাধনা আধ্যাত্মিক ও সমাজ দর্শন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়৷ এই সেমিনারের মুখ্য প্রশিক্ষক ছিলেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ এছাড়াও ক্লাস নেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ তিনঘন্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন মিলিত সাধনা, বর্ণাঘ্য দান ও স্বাধ্যায় পাঠের মাধ্যমে সেমিনারের প্রথম পর্ব শেষ হয়৷ দ্বিতীয়পর্বে প্রশিক্ষক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সেমিনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ এরপর শুরু হয় ক্লাস৷ ‘ব্রহ্মভাব ও মানব জীবন, অষ্টাঙ্গিক যোগ সাধনার বৈশিষ্ট্য ও মাহাত্ম্য, প্রগতি ও পঞ্চবেদনা ও সংগচ্ছধবং---শীর্ষক বিষয়গুলির ওপর ক্লাস নেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত ও আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ সেমিনারের দ্বিতীয় দিন বিকালে কীর্ত্তনসহ ৰাৰা নাম কেবলম্ অষ্টাক্ষর মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্’ সহযোগে নগর কীর্ত্তন ভি.আই.পি নগরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ সন্ধ্যায় আনন্দমার্গের সাংস্কৃতিক প্রকোষ্ট রেনেশাঁ আর্টিষ্টস এণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশনের নরেন্দ্রপুর শিশুসদন শাখার উদ্যোগে পরিবেশিত হয় প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য৷ সেমিনারটি সাফল্যের সঙ্গে পরিচালনা করেন অর্গানাইজার আচার্য চিরঞ্জয়ানন্দ অবধূত ও কলকাতা জেলার ভুক্তিপ্রধান শ্রীমতী সুনন্দা সাহা
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়