তিরন্দাজি বিশ্বকাপে চমক ভারতের৷ অলিম্পিক্স চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতল ভারতের রিকার্ভ দল৷ হাড্ডাহাড্ডি ফাইনালে ভারতের পক্ষে ফল ৫৭-৫৭, ৫৭-৫৫, ৫৫-৫৩৷ প্রতিযোগিতায় মোট পাঁচটি সোনা জিতলেন ভারতীয় তিরন্দাজেরা৷
ভারতীয় তিরন্দাজিতে ইতিহাস তৈরি করলেন ধীরজ বোম্মাডেভারা, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদব৷ সাংহাইয়ে আয়োজিত প্রথম পর্যায়ের বিশ্বকাপে পুরুষদের দল রিকার্ভ ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া৷ ভারতও অবশ্য খুব একটা পিছিয়ে নেই ক্রমতালিকায়৷ ভারতের স্থান এই মুহূর্তে দ্বিতীয়৷ যদিও দলগত শক্তির বিচারে কিছুটা এগিয়ে রয়েছে কোরিয়া৷ ফাইনালের প্রথম সেট ৫৭-৫৭ ফলে ড্র হওয়ার পর চাপ বৃদ্ধি পায় দু’দলের উপরেই৷ মাথা ঠান্ডা রেখে দ্বিতীয় সেট ৫৭-৫৫ এবং তৃতীয় সেট ৫৫-৫৩ ব্যবধানে জিতে নেয় ভারতীয় দল৷ প্রথম সেট ড্র হওয়ায় দু’দলই ১ পয়েন্ট করে পায়৷ পরের দু’টি সেট জেতায় ভারতের ঝুলিতে আসে ৪ পয়েন্ট৷ শেষ পর্যন্ত ৫-১ পয়েন্টের ব্যবধানে সোনা জেতেন তরুণদীপেরা৷
পুরুষদের দলগত রিকার্ভ বিভাগ ছাড়াও ভারত সোনা জিতেছে পুরুষদের দলগত কম্পাউন্ড মহিলাদের দলগত কম্পাউন্ড এবং মিক্সড দলগত কম্পাউন্ড ইভেন্টেও৷ মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছেন ভারতের জ্যোতি সুরেখা৷ অর্থাৎ কম্পাউন্ড বিভাগের তিরন্দাজেরা জিতেছেন চারটি সোনা৷ রিকার্ভ বিভাগ থেকে এসেছে একটি৷ এ ছাড়াও পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে রুপো জিতেছেন ভারতের প্রিয়াংশ৷
সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রথম পর্যায়ের বিশ্বকাপ তিরন্দাজিতে ভারত এখনও পর্যন্ত পাঁচটি সোনা এবং একটি রুপো জিতেছে৷ উল্লেখ্য, বছরের চারটি তিরন্দাজি বিশ্বকাপ হয়৷ মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের শেষ চারে উঠেছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর দীপিকা কুমারী৷