‘‘তমলুক ডিট সেমিনার’’

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৭ই সেপ্ঢেম্বর রঘুনাথ বাড়ি আনন্দমার্গ স্কুলে তমলুক ডিট সেমিনার অনুষ্ঠিত হল৷ মুখ্য প্রশিক্ষক আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ ‘‘ভাগবত ধর্ম’’ ও অন্যান্য আলোচ্য বিষয়গুলি খুব সহজ সরল ভাষায় বুঝিয়ে  দেন৷ ‘‘সাফল্যলাভের মূলত কারণ’’ বিষয়ের উপর ক্লাস নেন শ্রীসুভাষ প্রকাশ পাল৷ শতাধিক মার্গী ভাই-বোন উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী হরেকৃষ্ণ দাস৷