ত্রিপুরার সার্বিক স্বার্থে প্রকৃত উন্নয়ন করতে পারে কেবল আমরা বাঙালী-ই

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগামী ১৬ই ফেব্রুয়ারী,২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচন৷ আসন্ন বিধানসভা নির্বাচনে ‘আমরা বাঙালী’ দল ২৬টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে৷ ত্রিপুরার গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কারণ,বর্তমান বিজেপি দলের নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ ও স্বৈরাচারী কার্যকলাপের জন্যে ত্রিপুরাতে গণতন্ত্র পদদলিত, মানুষের বাক স্বাধীনতা তথা মৌলিক অধিকার বিপন্ন৷ এ অবস্থায় ত্রিপুরা রাজ্যের গণদেবতাদের কাছে একটি সুযোগ এসেছে বোটের (ভোটের) মাধ্যমে সঠিক প্রার্থী ও দল নির্বাচন করে বিধানসভায় পাঠানো যারা আগামী দিনে আমাদের গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠিত করবে৷ আমাদের অতীত অভিজ্ঞতা হলো শুধু  বর্তমানে বিজেপির দলই নয়, সিপিএম, কংগ্রেস বিশেষ করে কম্যুনিষ্ট শাসনে বিরোধী দলের কর্মীদের আক্রমণ, খুনসহ এরাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার বার বার বিপন্ন হয়েছে৷ জমি ফেরৎ, জেলা পরিষদ, টি.এন.ভির চুক্তির মতো বিভিন্ন আইনের মাধ্যমে ত্রিপুরার বৃহত্তম জনগোষ্ঠী বাঙালীদের ভূমি, ব্যবসা-বাণিজ্য, চাকরির অধিকার কেড়ে নেওয়া হয়েছে৷ ১৯৮০ সালের জুন মাসের গণহত্যার মাধ্যমে বাঙালীদের ভূমি, ব্যবসা-বাণিজ্য, চাকরির অধিকার কেড়ে নেওয়া হয়েছে৷ ১৯৮০ সালের জুন মাসের গণহত্যার মাধ্যমে বাঙালীদের ধন-মান, জীবন-সম্পত্তি ধবংস করে পথের ভিখিরী বানিয়ে দেওয়া হয়েছে৷ এবারের নির্বাচনের ভবিষ্যতের প্রশ্ণে উল্লেখিত বিষয়গুলি নিয়ে বিবেচনা করার জন্যে আমরা বাঙালী দলের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে বিশেষভাবে আবেদন জানাই৷

অন্যদিকে, বর্তমানে ত্রিপুরার রাজনীতিতে আমাদের কাছে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তিপ্রা মথা দলের উত্থান ও অযৌক্তিক ‘গ্রেটার তিপ্রাল্যাণ্ড’ দাবীর ব্যাপারে সুচিন্তিত সিদ্ধান্তগ্রহণ ও বোটের মাধ্যমে তার প্রতিফলন ঘটানো৷ রাজ্যবাসী মাত্রই অবগত যে, শুধুমাত্র ক্ষমতা দখলের স্বার্থে বিজেপি, সিপিএম, কংগ্রেস-র মতো দলগুলি তিপ্রামথা দলের সঙ্গে নির্বাচনী আতাঁত করার জন্যে মরিয়া চেষ্টা করে চলেছে৷ পরিস্থিতি দুষ্টে মনে হচ্ছে আগে না হলেও বোটের পরে হয়তো যে কোন দলের সঙ্গে আতাঁত করে তিপ্রামথা দল গ্রেটার তিপ্রাল্যাণ্ড-র দাবী আদায় করে নিতে পারে৷ এ অবস্থায় ভবিষ্যতে ত্রিপুরাতে নাগাল্যাণ্ডের ধাঁচে যদি গ্রেটার তিপ্রাল্যাণ্ড কার্যকরী হয় ও এন.আর.সি আইন চালু হয় তবে এরাজ্যে বাঙালীদের ভবিষ্যত চির অন্ধকারে নিমজ্জিত হবে তা আর বলার অপেক্ষা রাখে না৷

এই নিদারুন পরিস্থিতিতে ত্রিপুরার ভুমিপুত্র, উন্নয়নের মূল কারিগর বাঙালীদের অস্তিত্ব রক্ষা তথা ত্রিপুরাবাসীর সার্বিক কল্যাণে নিয়োজিত আমরা বাঙালী দলের পক্ষ থেকে রাজ্যের গণদেবতাদের কাছে আবেদন-অতীত অভিজ্ঞতা, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের প্রশ্ণে রাজ্যবাসীর সার্বিক স্বার্থ ও উন্নয়নের লক্ষ্যে আমরা বাঙালী দলের প্রার্থীদের বোট দিয়ে বিপুল বোটে (ভোটে) জয়ী করুন৷