ত্রিপুরায় আক্রান্ত বাঙালীরা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ত্রিপুরার ধলাই জেলার গণ্ডাছড়ার অগ্ণিগর্ভ সন্ত্রাস, বাঙালীদের ঘরবাড়ি ভাঙচুর ও অগ্ণিসংযোগের প্রতিবাদে সরব ‘আমরা বাঙালী’৷ গত ৭ই জুলাই এক আনন্দমেলা কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত৷ সেখানে দুই গোষ্ঠীর দুই যুবকের মধ্যে মারামারি বেধে যায়৷ ঘটনায় আহত যুবককে সঙ্গে সঙ্গেই আগরতলার জিবি হাসপাতালে পাঠানো হয়৷ কিন্তু শুক্রবার হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ এই খবর এলাকায় পৌঁছাতেই উত্তেজনা চরমে ওঠে৷ সঙ্গে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় দোকানপাট,বাজার৷ উশৃঙ্খল কিছু মানুষ বাঙালীদের ঘরবাড়ী ও ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়৷ বহু বাঙালী পরিবার ঘরবাড়ী ছেড়ে জঙ্গলে আশ্রয় নেয়৷

‘আমরা বাঙালী’ দলের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপোময় বিশ্বাস জানান, নিজেদের মাথা গোঁজার শেষ সম্বলটুকুও চোখের সামনে পুড়তে দেখতে হয়ে গণ্ডাছড়ার বাঙালীদের৷ জনজাতিরদের একটি অংশ সন্ত্রাসবাদী গোষ্ঠী সৃষ্টি করে ক্রমশ বাঙালীদের জীবন সম্পত্তির ওপর আক্রমণ করে বাঙালীদের উৎখাত করতে চাইছে৷ ত্রিপুরার বিজেপি সরকার বাঙালী অত্যাচারের ব্যাপারে নির্বিকার, তাদের এই নীরব দর্শকের ভূমিকা বাঙালীদের ওপর চলা সন্ত্রাসবাদকেই সমর্থন জানায় বলেই আমরা মনে করছি৷ বহিরাগত রিয়াং শরণার্থীরা বাঙালীদের বাড়িঘরে, গবাদিপশু সহ দোকানপাটে, হামলা চালায়৷ আর তাদেরকেই জামাই আদর করে সব রকমের সুযোগ সুবিধা দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পুনর্বাসন দেওয়া হয়! অথচ ৮০ সালের দাঙ্গায় খুন হওয়া হাজার হাজার বাঙালীদের পরিবার পরিজন সহ ক্ষতিগ্রস্ত বাঙালীদের ভাগ্যে কিছুই জোটে না৷কার‌্যত এই দৃশ্যই সন্ত্রাসবাদীদের মনে এই ভাবনা বদ্ধমূল করে যে বাঙালীদের খুন, ধর্ষণ, অত্যাচার করলে তাদের হয়ে বলবার কেউ নেই, এমনকি সরকারও নয়৷ আমরা লক্ষ্য করেছি গত ৭ই জুলাই গণ্ডাছড়ায় আনন্দ মেলায় জুয়ার আসরে অংশ নেওয়া মদমত্ত কিছু যুবকের তর্কাতর্কি ও ধাক্কাধাক্কিতে পরমেশ্বর রিয়াং নামে এক উপজাতি যুবক অসাবধানবশত অরক্ষিত একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর ভাবে জখম হয়৷ পরে ১৩ই জুলাই চিকিৎসাধীন অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে তার মৃত্যু ঘটে৷ এই অছিলায় শুরু হয় বাঙালী নিধন যজ্ঞ৷ বাঙালী ঘরবাড়ি, জিনিস পত্র, গাড়ী ভাঙচুর সহ অন্যান্য মূল্যবান জিনিস পত্র লুটপাট করে, ভাঙচুর চালায় ও বাঙালী ঘরবাড়িতে অগ্ণিসংযোগ করে৷ প্রাণের ভয়ে অনেকে বাড়ি ঘর ফেলে বাস্তুহারা হতে বাধ্য হয়৷ এই অসহায় পরিবার গুলোর যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে সরকারী তরফে পূর্ণ সহযোগিতা করার দাবী রাখেন ‘আমরা বাঙালী’ র নেতা তপোময় বিশ্বাস৷ এছাড়াও তিনি বলেন, গণ্ডাছড়ার সাম্প্রতিক হিংসাত্মক ঘটনায় যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে৷ অবিলম্বে গণ্ডাছড়া মহাকুমা সহ এডিসির প্রত্যন্ত অঞ্চলে টিএসআর ক্যাম্প স্থাপন করতে হবে৷ সমস্ত ধরনের জনজাতি অংশের লোকেদের তোষণ নীতি ও বাঙালী বিদ্বেষী অপপ্রচার বন্ধ করে সকলের জন্য সমান অধিকার প্রদান করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে৷‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় প্রচার সচিব উজ্জ্বল ঘোষ এক প্রেস বিবৃতে এই খবর পাঠান৷