ত্রিপুরায় মার্গীয় বিধিতে গৃহপ্রবেশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৭ই জুলাই উত্তর ত্রিপুরা, যুবরাজ নগর ব্লক অন্তর্গত মনতুলি গ্রাম নিবাসী শ্রী দোলন দাস মহাশয়ের বাসভবনে শুভ ‘‘গৃহপ্রবেশ অনুষ্ঠান উপলক্ষ্যে তিনঘন্টাব্যাপী ‘‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ উক্ত অনুষ্ঠানে জেলার শতাধিক মার্গী ভাই-বোন সহ পাঁচজন সন্ন্যাসী দাদা দিদি উপস্থিত ছিলেন---তাঁরা হলেন ক্রমে আচার্য জগনমিত্রানন্দ অবধূত, আচার্য শিবব্রতানন্দ অবধূত (ডিট.এস.ধলাই) আচার্য সত্যসাধনানন্দ অবধূত (সম্পাদক শুভ সংকল্প পত্রিকা), অবধূতিকা আননজ চিরস্মীতা আচার্যা (ডিট.এস.এল আমবাসা) ও অবধূতিকা আনন্দ নিরঞ্জনা আচার্যা৷ কীর্ত্তন, সাধনা ও গুরুপূজা শেষে স্বাধ্যায় পাঠ করেন আচার্য শিবব্রতানন্দ অবধূত ও সাধনা, কীর্ত্তনের মহত্ব নিয়ে আলোচনা করেন আচার্য সত্যসাধনানন্দ অবধূত ও মার্গীয় বিধি সম্মত ‘গৃহপ্রবেশ’ অনুষ্ঠানের তাৎপর্য নিয়ে  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্রীবিভাস দাস মহাশয়৷ পরিশেষে দুই শতাধিক আমন্ত্রিত অতিথি মিলিত মধ্যাহ্ণ আহারে আপ্যায়ীত হন৷

বরদোয়ালী ঃ গত ১৪ই জুলাই আগরতলা, বড়দোয়ালী স্থিত বিশিষ্ট আনন্দমার্গী মাননীয় শ্রী দীপক দেবনাথ মহাশয়ের বাসভবনে গৃহপ্রবেশ উপলক্ষ্যে তিনঘন্টাব্যাপী ‘‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তনানুষ্ঠানের আয়োজন করা হয়৷ স্থানীয় হরিপরিমণ্ডল গোষ্ঠীর শিল্পীদের কন্ঠে গীত হওয়া কীর্তনের ভক্তি তরঙ্গ এলাকায় এক আধ্যাত্ম বোধের সারা জাগিয়েছে৷ মিলিত ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায় পাঠের পর মার্গীয় বিধিতে সম্মত গৃহপ্রবেশ অনুষ্ঠানের তাৎপর্য ও কীর্ত্তনের মহত্ব নিয়ে বক্তব্য রাখেন ‘শুভ সংকল্প’ পত্রিকার সম্পাদক আচার্য সত্যসাধনানন্দ অবধূত৷ এরপর গৃহকর্তা নিমন্ত্রিত ভক্তদের মধ্যাহ্ণভোজে আপ্যায়িত করেন৷