গত ১৭ই জুলাই উত্তর ত্রিপুরা, যুবরাজ নগর ব্লক অন্তর্গত মনতুলি গ্রাম নিবাসী শ্রী দোলন দাস মহাশয়ের বাসভবনে শুভ ‘‘গৃহপ্রবেশ অনুষ্ঠান উপলক্ষ্যে তিনঘন্টাব্যাপী ‘‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ উক্ত অনুষ্ঠানে জেলার শতাধিক মার্গী ভাই-বোন সহ পাঁচজন সন্ন্যাসী দাদা দিদি উপস্থিত ছিলেন---তাঁরা হলেন ক্রমে আচার্য জগনমিত্রানন্দ অবধূত, আচার্য শিবব্রতানন্দ অবধূত (ডিট.এস.ধলাই) আচার্য সত্যসাধনানন্দ অবধূত (সম্পাদক শুভ সংকল্প পত্রিকা), অবধূতিকা আননজ চিরস্মীতা আচার্যা (ডিট.এস.এল আমবাসা) ও অবধূতিকা আনন্দ নিরঞ্জনা আচার্যা৷ কীর্ত্তন, সাধনা ও গুরুপূজা শেষে স্বাধ্যায় পাঠ করেন আচার্য শিবব্রতানন্দ অবধূত ও সাধনা, কীর্ত্তনের মহত্ব নিয়ে আলোচনা করেন আচার্য সত্যসাধনানন্দ অবধূত ও মার্গীয় বিধি সম্মত ‘গৃহপ্রবেশ’ অনুষ্ঠানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্রীবিভাস দাস মহাশয়৷ পরিশেষে দুই শতাধিক আমন্ত্রিত অতিথি মিলিত মধ্যাহ্ণ আহারে আপ্যায়ীত হন৷
বরদোয়ালী ঃ গত ১৪ই জুলাই আগরতলা, বড়দোয়ালী স্থিত বিশিষ্ট আনন্দমার্গী মাননীয় শ্রী দীপক দেবনাথ মহাশয়ের বাসভবনে গৃহপ্রবেশ উপলক্ষ্যে তিনঘন্টাব্যাপী ‘‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তনানুষ্ঠানের আয়োজন করা হয়৷ স্থানীয় হরিপরিমণ্ডল গোষ্ঠীর শিল্পীদের কন্ঠে গীত হওয়া কীর্তনের ভক্তি তরঙ্গ এলাকায় এক আধ্যাত্ম বোধের সারা জাগিয়েছে৷ মিলিত ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায় পাঠের পর মার্গীয় বিধিতে সম্মত গৃহপ্রবেশ অনুষ্ঠানের তাৎপর্য ও কীর্ত্তনের মহত্ব নিয়ে বক্তব্য রাখেন ‘শুভ সংকল্প’ পত্রিকার সম্পাদক আচার্য সত্যসাধনানন্দ অবধূত৷ এরপর গৃহকর্তা নিমন্ত্রিত ভক্তদের মধ্যাহ্ণভোজে আপ্যায়িত করেন৷