তুরস্কে তৃতীয় পর্যায়ের বিশ্বকাপেও অন্যথা হল না বিশ্বকাপে মহিলাদের

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

তিরন্দাজি বিশ্বকাপে আবার সোনা জিতল ভারতের মহিলা কম্পাউন্ড দল৷ শনিবার ফাইনালে এস্তোনিয়াকে ২৩২-২২৯ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত৷ এই নিয়ে টানা তৃতীয় বার সোনা জিতে বিশ্বজয়ের হ্যাটট্রিক করল ভারত৷ ভারতীয় তিরন্দাজিতে তৈরি হল নতুন ইতিহাস৷

জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী এবং পরনীত কউরদের থামানো যাচ্ছে না আন্তর্জাতিক মঞ্চে৷ গত এপ্রিল মাসে চিনে প্রথম পর্যায়ের এবং মে মাসে দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় পর্যায়ের বিশ্বকাপেও সোনা জিতেছিল ভারতের মহিলা কম্পাউন্ড দল৷ বিশ্বের এক নম্বর দল হিসাবে তুরস্কে তৃতীয় পর্যায়ের বিশ্বকাপে নেমেছিলেন জ্যোতি, অদিতি, পরনীতেরা৷ প্রত্যাশা মতোই সোনা জিতে শেষ করলেন তাঁরা৷ প্রথম দু’রাউন্ডে এস্তোনিয়ার তিরন্দাজেরা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেও লাভ হয়নি৷ তৃতীয় রাউন্ডে ভারতীয়দের নিখুঁত লক্ষ্যভেদের সামনে হার মানতে বাধ্য হন এস্তোনিয়ার তিরন্দাজেরা৷ এর আগে ভারতীয় তিরন্দাজিতে দলগত বা ব্যক্তিগত পর্যায় এমন নজির নেই৷

তৃতীয় পর্যায়ের বিশ্বকাপ থেকে আরও পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের৷ পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে প্রিয়াংশের৷ ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের সেমিফাইনালে উঠেছেন ভারতের অঙ্কিতা ভকত এবং ধীরজ বোম্মাডেভারা৷ তাঁরাও পদক জিততে পারেন৷