তুরস্কের ভূমিকম্পে ধবংসস্তুপের মধ্যে ১২৮ ঘন্টা পরেও দুমাসের জীবিত শিশু উদ্ধার

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

দুমাসের একরত্তি এক শিশু টানা ১২৮ ঘন্টা ধবংসস্তুপে আটকে থাকার পরে জীবিত অবস্থায় উদ্ধার হল৷ এমনই অলৌকিক ঘটনা ঘটেছে ভূমিকম্প কবলিত তুরস্কের হাতায়ে শহরে৷ তুরস্কের সংবাদদাতার খবর অনুযায়ী ওই শিশুটির পাশাপাশি ভূমিকম্পের পাঁচদিন পরে একটি দুবছরের শিশুকন্যা, একজন ৬ মাসের অন্তঃসত্তা ও একজন সত্তরোধর্ব বৃদ্ধাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷