থাইল্যাণ্ডে পোষা হাতির করুণচিত্র

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

সাদা হাতির দেশ থাইল্যাণ্ডে বিপদের মুখে পোষ্য হাতিরা! খবরে প্রকাশ থাইল্যাণ্ডে ২৫ বছর ধরে একসঙ্গে ছজন পর্যটক পিঠে বহনের কারণে বেঁকে গিয়ে নীচে নেবে গিয়েছে পোষ্য হাতির মেরুদণ্ড৷ বেশির ভাগ পর্যটকই থাইল্যাণ্ডে গিয়ে হাতীর খোঁজ করেন৷ তাদের আবদার মেটাতে গিয়ে একসময় যে পাইলিন (হাতির নাম) দাপিয়ে বেড়িয়েছে থাইলাণ্ডের রাজপথে ২৫ বছর ধরে৷ আজ সেই হাতী ধুঁকছে অভয়ারণ্যে৷ একাত্তর বছর বয়সের ভারে হস্তিনীর পিঠ ঝঁুকে গেছে নীচে৷ ঠিক যেন মেরুদণ্ডটি মাঝখান থেকে ভেঙ্গে গিয়ে কোনরকমে প্রাণে বেঁচে রয়েছে সে৷ পাইলিনের মতো ২৪টি অবসরপ্রাপ্ত হাতিদের ঠাঁই হয়েছে এই ওয়াইল্ড লাইফ ফ্রেন্ডস ফাউন্ডেশন অব থাইল্যাণ্ড (ডব্লিউ এফ এফ টি) নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার তৈরী এই অভয়ারণ্যে৷ সম্প্রতি তাঁদেরই পোষ্ট করা ছবিতে ধরা পড়েছে ‘পাইনিলের’ ভগ্ণস্বাস্থ্য

একটি সমীক্ষায় প্রকাশ, বছরে গড়ে ২০০টি করে হাতি মরছে থাইল্যাণ্ডে কিন্তু জন্ম নিচ্ছে মাত্র ১৫টি৷ থাইল্যাণ্ডে এই হাতি মৃত্যুর একটা বড় কারণ অতিরিক্ত ভারবহন ও অপুষ্টি, অথচ এই নিষ্ঠুরতা রুখতে সেদেশে কোন পাকাপাকি আইন নেই৷ এই পরিস্থিতিতে পর্যটকদের কাছে ডব্লিউ.এফ.এফ.টির আর্জি---ক্ষণিক আমোদের জন্য হাতির পিঠে ভ্রমণ করা বন্ধ করুন৷