ঠাকুর নগরে আনন্দমার্গ স্কুলে সাধনা শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১২ ও ১৩ই নভেম্বর অর্থাৎ শনিবার ও রবিবার উঃ২৪ পরগণা জেলার ঠাকুর নগরে আনন্দমার্গ স্কুলে দুদিনের সাধনা শিবির ভাবগম্ভীর পরিবেশ  অনুষ্ঠিত হল৷ এই শিবিরে জেলার বিভিন্ন এলাকা থেকে ৬০জনেরও অধিক মার্গী দাদা-দিদি যোগ দিয়েছেন৷  সাধনা সংক্রান্ত বিষয়ে ক্লাস নিয়েছেন আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত ও তাঁকে সাহায্য করেছেন আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত৷ এছাড়া ব্যারাকপুর ডি.এস, ডি.এস.এল, ডি.টি.এস বারাসাত ডি.টি.এস বারাসাত ডি.টি.এস কৃষ্ণনগরক ডি.এস, ডি,এস.এল বনগাঁ দাদা-দিদিরা উপস্থিত ছিলেন৷  শিবিরে উপস্থিত সকলে মনোযোগ সহকারে ক্লাসের বিষয় বস্তুকে  অনুধাবন করার চেষ্টা করেছেন৷ ট্রেনার দাদা খুবই যত্নের সঙ্গে ক্লাস নিয়েছেন৷ এক  কথায় শিবির দারুন মনোগ্রাহী হয়েছে৷ শিবিরে অংশ গ্রহণ করেছেন, তাঁরা চাইছেন এ-রকম শিবির যেন আগামী বছরে-ও হয়৷ শিবিরটি অরগাইনইজ করেছেন আচার্য সৌম্যসুন্দরানন্দ অবধূত দাদা ও উত্তর ২৪ পরগণা ভুক্তির ভুক্তিপ্রধান৷

সাধনা শিবিরকে সাফল্যমণ্ডিত করতে যাঁরা সাহায্য করেছেন তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে৷ এছাড়া শিবিরের ডায়োসিসের সেক্রেটারী আচার্য সৌম্যসুন্দরানন্দ অবধূত ও জেলার ভূক্তিপ্রধান শ্রীসন্তোষ বিশ্বাসের উদ্যোগে সমস্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়৷