ঠাকুর নগরে সাধনা শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আমাদের ঠাকুরনগর স্কুলে গত গত ৩০শে ডিসেম্বর থেকে ১লা ডিসেম্বর তারিখে (শনিবার ও রবিবার) তৃতীয় বৎসরের সাধনা শিবির অনুষ্ঠিত হ’ল৷ এই শিবিরে ৬৫ জন সাধক-সাধিকা অংশগ্রহণ করেন৷ সাধনা শিবিরে ক্লাশ নিয়েছেন শ্রদ্ধেয় দাদা আচার্য বিকাশানন্দ অবধূত৷ এছাড়া ক্লাশ নিয়েছেন আচার্য মোহনানন্দ অবধূত দাদা৷ সাধনা শিবিরের শুরুতে ট্রেনার দাদা সাধনা শিবিরের গুরুত্ব ও প্রয়োজনের কথা সম্যকভাবে তুলে ধরেন৷ প্রত্যেক সাধকের উচিত প্রতি বছরের সাধনা শিবিরে হাজির হওয়া৷ এছাড়াও সাধনার প্রতিটি লেশন সম্পর্কে তার বিস্তারিত ব্যাখ্যা করেন৷ ক্লাশের রেফারেন্স হিসেবে বাবার অনেক ঘটনা তুলে ধরেন৷ শিবিরের দু-দিনই পাঞ্চজন্য, কীর্তন পরিক্রমা, ধবজবন্দনা, ধর্মচক্র ও বাবা-কথা ইত্যাদি আরও কার্যক্রম শিবিরের অন্তর্ভুক্ত ছিল৷ আশা করা যায়, এই শিবিরে যাঁরা অংশগ্রহণ করেছেন তাঁদের সাধনায় আরও প্রগতি হ’বে৷