ঠাকুরনগরে ইউবিপি সম্মেলন

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ৩রা মার্চ ঠাকুরনগর আনন্দমার্গ স্কুলে অনুষ্ঠিত হ’ল ইউবিপি ও ইউনিট সেক্রেটারীর সম্মেলন৷ জেলার বিভিন্ন ব্লকের উপভুক্তি প্রমুখ ও ইউনিট সেক্রেটারীরা সম্মেলনে উপস্থিত ছিলেন৷ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির পক্ষে উপস্থিত ছিলেন আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত৷ তিনি প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করানোর পাশাপাশি কী করে কার্য সম্পাদনে সাফল্য পাওয়া যায় সেটা বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন৷ তিনি সকলকে মিলিতভাবে বাবার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহবান জানালেন৷ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তির কো-অর্ডিনেটর আচার্য প্রমথেশানন্দ অবধূত, আর এস-আচার্য ব্রহ্মদেবানন্দ অবধূত, সি এস সেবাদল - আচার্য চিরাগতানন্দ অবধূত, দুই ডি এস আচার্য সৌম্যসুন্দরানন্দ অবধূত ও আচার্য উদ্ভাসানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ রেখা আচার্যা, ডি এস এল- অবধূতিকা আনন্দ প্রীতিসুধা আচার্যা প্রমুখ৷