উন্নতমানের ধূঁয়াহীন চুল্লা প্রদান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৬ই এপ্রিল’২৪ ‘সেনকো’ গোল্ড এণ্ড ডায়মণ্ড, কলকাতা প্রধান কার‌্যালয়ের পক্ষ থেকে আনন্দনগর বয়েজ ও গার্ল চিল্ড্রেন্স হোমের সুবিধা ও আর্থিক সাশ্রয়ের জন্যে উন্নতমানের ধূঁয়াহীন চুল্লা তৈরী করে দিয়েছেন৷ এতে জ্বালানি খরচ স্বাভাবিকের থেকে প্রায় অর্ধেক কম লাগবে৷ তাছাড়া কোন ধূঁয়া ও ঘর কালো হবে না৷

উল্লেখনীয় যে সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ড, কলকাতা অফিস থেকে ২০২১শের জানুয়ারীতে দু’জন প্রতিনিধি আনন্দনগর আসেন৷ আনন্দনগরে আমাদের সেবামূলক কাজ দেখে ওনারা সন্তোষ্ট হন, ও কোম্পানির ‘‘কর্র্পেরেট সোস্যাল রেস্পন্সেবিলিটিCSR) ফাণ্ড‘‘ থেকে ২০২১শের জুন থেকে গার্ল হোমের জন্যে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ প্রতিবছর মার্চ-এপ্রিল মাসে একবার কোম্পানির প্রতিনিধিরা পরিদর্শন করতে আসেন৷ শ্রীশুভময় ভট্টাচার‌্য,AGM Training & CSR Coordinatio, তাঁর উদ্যোগেই এই প্রোজেক্ট অনুমোদন প্রাপ্ত হয়৷ তিনি প্রতিবছর আসেন ও সঙ্গে অন্যকেউ থাকেন৷ শ্রীপুরঞ্জিত শীল,CGM- Finance & Accounts তিনি গতবার এসেছিলেন৷ আমাদের কর্মকাণ্ড দেখে ওনার খুব ভালো লেগেছে ও আনন্দনগর আসতে ওনার মন উদগ্রীব হয়ে থাকে৷ ওনার এতব্যস্ততার মধ্যেও এবার এসেছেন৷ সর্বদাই চিন্তা করেন শিক্ষা-সেবা ও জনকল্যাণমূলক কাজে কিভাবে আমাদের পাশে থেকে সাহায্য করতে পারেন৷

 আনন্দনগরের রেক্টর মাষ্টার আচার্য নারায়ণানন্দ অবধূত বলেন---আনন্দনগরের পক্ষ থেকে তাঁদের সার্বিক সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি৷