উত্তর কোরিয়ায় পারমানবিক বোমা বিস্ফোরণ

সংবাদদাতা
 পি.এন.এ.
সময়

গত ৩রা সেপ্ঢেম্বর উত্তর কোরিয়ার ভূগর্ভে পরমাণু বিস্ফোরণ ঘটালো৷ উত্তর কোরিয়া কিং জং উনের সরকারের পক্ষ থেকে  এই নিয়ে ৬ বার পরমাণু বোমার  পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হল৷ উত্তর কোরিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরমাণু বোমা (হাইড্রোজেন বোমা) ব্যালিষ্টিক বেপণাস্ত্রের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে নিবেপ করা যাবে৷ সাধারণ পরমাণু বোমার চেয়ে এর ক্ষমতা কয়েকশ’ গুণ বেশি৷

স্বাভাবিকভাবে  দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকা প্রভৃতি দেশ উত্তর কোরিয়ার এই পরমাণু বোমার বিস্ফোরণে চিন্তিত৷ এই তিন দেশসহ  জার্মানি,ফ্রান্স,ব্রিটেন, চীন,ভারত,ইজ্রায়েল প্রভৃতি দেশ এই পরমাণু বিস্ফোরণের তীব্র নিন্দা করেছে৷