আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে আছে সমস্ত রাজনৈতিক দলসহ সমস্ত দেশবাসী৷ সবচেয়ে বড় এই রাজ্যটির লোকসভা আসন ৮০৷ উত্তর প্রদেশের মায়াবতীর বিএসপি ও মুলায়েম সিংয়ের সমাজবাদী পার্টির মধ্যেকার চরম বিবাদ ও বিশৃঙ্খলার ফলে গত লোকসভা নির্বাচনে আসন- ভাগাভাগির কারণে বিজেপি ৮০-র মধ্যে ৭৩ টি আসন লাভ করেছিল৷ একরাজ্যেই এই বিশাল আসনের পুঁজি বিজেপি’র জয়লাভকে সহজ করে দিয়েছিল৷
এবারে তাই আগে ভাগেই বহু জন সমাজ পার্টির (বি এস পি) প্রধান মায়াবতী ও বর্তমান সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের মধ্যে সমঝোতা পাকা হওয়ার ফলে কংগ্রেসকে বাদ দিয়েই তাঁরা জোটবদ্ধ হয়ে গেছেন৷
সিদ্ধান্ত হয়েছে দুই দল উনিশের নির্বাচনে ৮০টি’র ৩৮টি করে আসনে প্রার্থী দেবে৷ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জন্যে রায়বেরিলি ও আমেথি আসন দুটিই তাঁরা ছেড়ে দেবে৷ আর দুটি আসন পরবর্তী সময় অন্য কোনো ছোট দলকে দেওয়া হবে৷
বি এস পি ও এসপি কংগ্রেসকে বাদ দিয়ে আসন ভাগাভাগির সিদ্ধান্ত ঘোষণা করায় গত ১৩ই জানুয়ারী কংগ্রেস নিজেই ৮০টি আসনে লড়বার সিদ্ধান্ত ঘোষণা করল৷ কংগ্রেসের উত্তরপ্রদেশ শাখার ইনচার্জ গুলাম নবি আজাদ তাঁদের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন৷