যেমন খুশি সাজো প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১২ই ডিসেম্বর, মেদিনীপুর শহরে কেরানীটোলা আনন্দমার্গ স্কুলে খুদে শিক্ষার্থীদের নিয়ে যেমন খুশি সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

নানা সাজে ছোট ছোট শিশু ছাত্র-ছাত্রাদের  আনাগোনা স্কুল প্রাঙ্গনকে রঙিন করে তুলেছে৷ দুই বিচারক মৌমিতা মণ্ডল ও মন্দিরা সাহা দুটি বিভাগ থেকে সেরা ছয়জন প্রতিযোগীকে বেছে নেন৷ বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা ও যেমন খুশি সাজো প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় প্রতিযোগিতা শেষে৷ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেই পুরস্কৃত করা হয়৷