গত ১৫ই আগষ্ট আনন্দনগর সংলগ্ণ ডিমডিহা গ্রামে যোগ সাধনা বিষয়ের ওপর এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আনন্দমার্গ প্রচারক সংঘের ডিমডিহা শাখার পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয় সভায় বক্তব্য রাখেন আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত তিনি বর্তমান সামাজিক পরিস্থিতিতে যোগ ও সাধনার অনুশীলনের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি বলেন নিয়মিত যোগাভ্যাস শরীরকে সুস্থ ও মনকে সবল রাখবে, সেইসঙ্গে মানুষকে তার পরমলক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে তিনি যোগের বিজ্ঞানসম্মত অনুশীলন ও উপকারিতার ব্যাখ্যা করেন গত ১৯শে আগষ্ট যোগ সাধনার ওপর আর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজুয়ার ডিহি গ্রামে--- এখানে আলোচনা করেন অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা অবধূতিকা আনন্দ সেবাব্রতা আচার্র্য ও আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত বহু মানুষ এই আলোচনায় অংশগ্রহণ করেন ও অনেকেই যোগের বিজ্ঞানসম্মত অনুশীলন পদ্ধতি শিখে নেন