যোগ স্বাস্থ্য শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়ার খলিশানী কালীতলা বাসষ্ট্যান্ডে একটি ত্রিতল বাড়িতে সুশান্ত শীলের পরিচালনায় ও ব্যবস্থাপনায় এবং অভিজিৎ মাইতির সহযোগিতায় পি.এম.এস.এ এর ব্যানারে একটি যোগ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়৷ ওখানে মূখ্য প্রশিক্ষক ছিলেন আচার্য পূর্নদেবানন্দ অবধূত, আ: সুধাব্রতানন্দ অবধূত ও দিদি আনন্দ রসপ্রজ্ঞা আচার্য’, অনুষ্ঠানে যথাক্রমে বকুল চন্দ্র রায়, সুব্রত সাহা এবং অমিয় পাত্র মহোদয় গনকে সর্র্ম্মেধনা দেওয়া হয় ও অভিজিৎ মা ইতি কে পূরস্কৃত করা হয়৷ উক্ত অনুষ্ঠানে ২ জন যোগের প্রশিক্ষণ গ্রহণ করেন৷ সুন্দর নিরামিষ আহারের ব্যবস্থা ছিল৷ সারা দিন ব্যাপী অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সুশান্ত শীল এডিএম এর ভূক্তি প্রধান ও পি.এম.এস.এ এর সম্পাদক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷