উত্তর প্রদেশে হারের আতঙ্কে মুখ্যমন্ত্রী অজয় সিং বিস্ত ওরফে যোগী আদিত্যনাথ প্রলাপ বকছে৷ ১০ই ফেব্রুয়ারী এক টুইটারে বিডিও বার্র্তয় যোগী বলেন---উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় না এলে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ, কেরল ও কশ্মীরের মত হয়ে যাবে৷ যোগীর এই বার্র্তয় দেশের বিরোধী মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ পশ্চিমবঙ্গে বিজেপি বাদে কংগ্রেস, বামফ্রন্ট, আমরা বাঙালী সহ সব বিরোধী নেতারা যোগীর এই মন্ত্যব্যের তীব্র বিরোধিতা করেছে৷
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লক্ষ্নৌ গিয়ে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের পক্ষে প্রচার করে আসার পরেই যোগীর এই বার্র্তয় রাজনৈতিক মহল মনে করেন অখিলেশের সমর্থনে মমতার সভার পর যোগী ভয়ে হতাশায় এই ধরণের সংঙ্কীর্ণ মন্তব্য করেছেন৷
লোকসভার বিরোধী নেতা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, হারের ভয় প্রলাপ বকছেন যোগী৷ বাঙলার মানুষকে অপমান করেছেন তিনি৷ এখানে এখনও ছড়িয়ে ছিটিয়ে যেটুকু বিজেপি আছে তা মুছে যেতে বেশী সময় লাগবে না৷ বাঙলার মানুষ বিজেপিকে উৎখাত করে বাঙলার নিজস্ব কৃষ্টি সংস্কৃতিকে আঁকড়ে ধরেই থাকবে৷
রাজ্য শাসক দলের নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন--- বাঙলার উন্নয়নের ছবি দিয়ে যোগীকে প্রচার করতে হয়৷ উত্তর প্রদেশ যদি বাঙলা হয়, তবে উত্তর প্রদেশে দলিত হত্যা, নারী নির্যাতন, এন কাউন্টারে মৃত্যু, সামাজিক বৈষম্য বন্ধ হবে৷
কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন---উত্তর প্রদেশ সত্যি ভাগ্যবান হবে৷ কেরলের শিক্ষা, বাঙলার সংস্কৃতি ও কশ্মীরের সৌন্দর্যর সমন্বয়ে উত্তরপ্রদেশের ভালো হবে৷