যুদ্ধবাজ দ্বিপদ জীবের বর্বরতা পশুত্বকে ম্লান করল - গাজায় আকাশপথে হাসপাতালে হামলা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ১৮ই অক্টোবর গাজার আল-আহলি আরব হাসপাতালে হামলা চালায় ইজরায়েল৷ ওই হাসপাতালটি হামাস দ্বারা পরিচালিত হয়৷ সেখানে যুদ্ধে আহতদের চিকিৎসা করা হচ্ছিল৷ গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে---এই হামলায় প্রায় ৫০০ জন প্রাণ হারিয়েছেন৷

গত ১০দিন ধরে চলা যুদ্ধে আহত মানুষ ও ঘরছাড়া মানুষেরা এই হাসপাতালে আশ্রয় নিয়েছিল৷ ধবংসস্তুপের নীচে ঢাকা পড়ে রয়েছে এখনও বহু নিথর দেহ৷ ইজরায়েলের এই হামলা ‘যুদ্ধপরাধ’ হিসাবে ব্যাখ্যা করেছে গাজা৷ এই হামলার বিষয় ইজরায়েলের সামরিক মুখপত্র ড্যানিয়েল হাগারি সংবাদ মাধ্যমকে জানান,‘‘বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি আমরা৷’’ গাজার উপর বিধিনিষেধ ইতিমধ্যেই আরও কঠোর করেছে ইজরায়েল৷ ৩৬৫ বর্গকিলোমিটারের ওই ভূখণ্ডের ২৩ লক্ষ প্যালেস্তিনীয় বাসিন্দার জল, খাবার, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ বন্ধ করে দিয়েছে আগেই৷ সেখানে আন্তর্জাতিক ত্রাণসামগ্রীও পাঠানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন৷