বিচ্ছিন্ন মানব সমাজকে একসূত্রে বাঁধতে চাই আধ্যাত্মিক নবজাগরণ---অর্থনীতির বিকেন্দ্রীকরণ
প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের কেন্দ্রীয় কমিটির সংঘটন সচিব আচার্য প্রসূনানন্দ অবধূত এক আলোচনায় বলেন--- বর্তমান পৃথিবীর সামাজিক অর্থনৈতিক পরিবেশে ক্ষুদ্র রাষ্ট্রগুলির অস্তিত্ব বিপন্ন৷ প্রাউটের চিন্তাধারায়---‘‘বর্তমান যুগ বৃহৎ প্রাণী ও ক্ষুদ্র রাষ্ট্রের যুগ নয়৷’’ এই পরিবেশে কুসংস্কারাচ্ছন্ন ধর্র্মন্ধ ও রাষ্ট্রের শাসককুলের সংকীর্ণ ভাবাবেগ মানব সমাজকে ছিন্ন-বিচ্ছিন্ন করে বিভেদের জাল বিস্তার করে পুঁজিপতি শোষকদের শোষণের পথ করে দিচ্ছে৷ এই বিষাক্ত পরিবেশ থেকে সমাজকে রক্ষা করতে ও মানুষকে সামাজিক অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্তি দিয়ে প্রাউট সামাজিক-অর্থনৈতিক ও আধ্যাত্মিকক্ষেত্রে নূতন পথের সন্ধান দিয়েছে৷