বাংলা সাইনবোর্ডে কালি ক্ষুব্ধ সি আর পি সি সি
সম্প্রতি তিনসুকিয়ার একটি বেসরকারি সংঘটনের বাংলা ভাষায় নিজেদের অনুষ্ঠান আয়োজনের জন্য টাঙ্গিয়ে রাখা ব্যানারে লাচিত সেনার সদস্যরা কালো কালি লেপে দেওয়ার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি, অসম এর পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয় যে আসামের মতো একটি বহুভাষিক রাজ্য এধরণের ঘটনা খুবই নিন্দনীয়৷ সমিতির পক্ষ থেকে এও বলা হয় যে ভাষা প্রয়োগের আইন রয়েছে৷ কিন্তু বেসরকারি সংস্থা বা কোনো ব্যক্তি তাঁর নিজস্ব মাতৃভাষায় ব্যানার,সাইনবোর্ড ইত্যাদি টাঙ্গিয়ে রাখতে পারবে না বলে কোনো নিয়ম ভাষা আইনে নেই৷ ১৯৬১ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের চাপে তৎকালীন কেন্দ্র সরকার ভাষা আইনে যে সংশোধন কর