লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
পেতেছি আজ হৃদয় মাঝে
তোমার সিংহাসন,
আনন্দঘন মূর্ত্তি তোমার
করবো সংস্থাপন৷
কান পেতেছি হৃদয়-তলে
তোমার বাণী শুণবো বলে’
একান্তে হোক শুধু দুজনের
আত্মিক আলাপন৷
পেতেছি আজ হৃদয়-মাঝে
তোমার সিংহাসন৷
ওই গগনে তোমার পূজার
চাঁদের প্রদীপ জ্বলে,
তারা-ফুল দিয়ে গাঁথবো মাল্য
পরাবো তোমার গলে৷
মেঘ গুড়গুড় পূজার ঢাক,
বজ্র বাজায় মঙ্গল শাঁখ,
চরাচর জুড়ে তোমার পূজার
কত না আয়োজন---
তোমার সিংহাসন৷
মন্দিরে আছে কত যে মূর্ত্তি
চেতনা নাহি মানে,
সকাল সন্ধ্যে সাধনায় মাতি
তোমার সন্ধানে৷
মন প্রাণ আজ আনন্দিত,
ভক্তি-কুসুম প্রস্ফূটিত
দুই হাত ভরে করবো তোমার
চরণে সমর্পণ-
পেতেছি আজ হৃদয়-মাঝে
তোমার সিংহাসন৷
- Log in to post comments