লেখক
শ্রীরতন
বিশ্বব্যাপী শোষিত বঞ্চিত জনতা
খুঁজছে দেখো মানবতা,
সহিছে বেদনা বহিছে অশ্রু
হৃদয়ে মুক্তির আকুলতা৷
মুক্তি দেবে কে, বন্ধু হবে কে
মোছ মনের উদাসীনতা,
জেগে ওঠো বিবেকে ফোটো
মোছ অলসতা দীর্ঘসূত্রীতা৷
কাঁদছে মানুষ মোছাও অশ্রু
মনের মমতার পরশে,
শোষণ বঞ্চনার কর অবসান
হাসাও ভরসার হরষে৷
কি নেই মোদের বিশ্ব ভাণ্ডারে
কেন তবে হাহাকার ,
সবার তরে প্রাউট এসেছে
গড়ে তোলো আনন্দ পরিবার৷
- Log in to post comments