লণ্ডনে আলোর উৎসব দীপাবলী উপলক্ষ্যে মনোজ্ঞ অনুষ্ঠান
গত ৯ই অক্টোবর রবিবার লণ্ডনের ট্রাফালগার স্কোয়ারে এক মনোজ্ঞ অনুষ্ঠানের সাক্ষী থাকল লণ্ডনবাসী৷ রবিবার লণ্ডনের মেয়র আয়োজিত এই বার্ষিক অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ৷ বৈচিত্র্যপূর্ণ এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় নৃত্যের মাধ্যমে৷ অংশ নিয়েছিলেন ২০০ নৃত্য শিল্পী৷ এছাড়াও ছিল যোগ, ধ্যান শাড়ী পরা, পাগড়ী বাঁধার মতো বিভিন্ন পারফরম্যান্স৷ বিলেতে থেকে দেশের লোভনীয় খাবারের স্বাদ পেতে ছিল হরেকরকম পদের ভারতীয় নিরামিষ খাবার৷ দীপাবলী মানেই আলোর উৎসব৷ অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা৷ সেই বিষয়টিকে মাথায় রেখেই সন্ধ্যাবেলায় আলোর সাজে ঝলমলিয়ে ওঠে ট্রাফালগার স্কোয়ার৷ এককথায় অনুষ্ঠানটি ছিল সংস্কৃতি, খাদ্য ও