উৎসবের উন্মাদনায় বিপন্ন পশুপাখির অস্তিত্ব
আমাদের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মানুষ হুল্লোড়ে মাতে৷ অনেক সময় তা সহ্যের সীমা ছাড়িয়ে যায়৷ উৎসব অনুষ্ঠানে পশুপাখীরা যে ব্রাত্য, তা আবার একবার প্রমাণিত হল রায়গঞ্জে অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষ্যে৷ কার্ণিভালে জোরালো আলোও শব্দের ভয়ে রায়গঞ্জে বলদ গুঁতিয়ে প্রাণ কেড়ে নিল একজন মানুষের৷ এযেন উৎসবের দুধে এক ফোঁটা চোনা৷
অনেক সময় দেখা যায় দোল-হোলিতে রঙ দিয়ে রাঙানো হয় পথ কুকুরদের৷ বেচারী কুকুর কয়েকদিন ধরে জিভ দিয়ে নিজের ত্বক পরিস্কার করার অবিরাম চেষ্টা করে থাকে৷ ফলে পেটে যায় রাসায়নিক রঙ৷ অসুস্থ হয়ে পড়ে৷ বছর ভর কুকুরগুলো ভোগে চামড়ার রোগে৷