বর্তমান ভয়ংকর অধঃপতন হতে দেশকে রক্ষা করতে নোতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে
রাজতন্ত্র বা সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থায় যেহেতু রাজা বা সামন্তরাজ দণ্ডমুণ্ডের কর্ত্তা তাই তাঁদের হাতে সৈন্য ও লেঠেলরা থাকতো, তাদের দিয়ে নিজেদের মনের মত করে অর্থাৎ স্বেচ্ছাচারকে মূলভিত্তি করে তাঁরা শাসন কার্য পরিচালনা করতেন৷ কখনো কখনো দেখা যেত কোন কোন রাষ্ট্রে দয়ালু মহান রাষ্ট্র প্রধানদের৷ সময় গড়িয়ে চলেছে তাই আজ দেখা যাচ্ছে সমাজে রাজতন্ত্রের পরিবর্তে আবির্ভূত হয়েছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা৷ অর্থাৎ কথায় বলা হচ্ছে জনগণের দ্বারা ও জনগণের জন্যে৷ বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে বহু দলীয় গণতন্ত্রিক শাসন ব্যবস্থায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, শোষণ, অত্যাচার, স্বেচ্ছাচারিতা প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার ক