April 2019

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গত ৮ই মার্চ কোচবিহার জেলার দিনহাটায় নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রেণেশাঁ আর্টিষ্টস্ এ্যাণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশন ও গার্লস প্রাউটিষ্টের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার সভার আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কান্তেশ্বর রায়, শ্যামল ধর ও অবধূতিকা আনন্দরসপ্রজ্ঞা আচার্যা৷ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দিনহাটা আনন্দমার্গ স্কুলের ছাত্রছাত্রারা৷ দিনহাটা রেণেশাঁ আর্টিষ্টস্ এ্যাণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্যানুষ্ঠানের একটি ভিডিও সিডি প্রকাশ করা হয়৷ সমগ্র অনুষ্

তারকেশ্বর  আনন্দমার্গ স্কুলে  সাংস্কৃতিক অনুষ্ঠান

গত ২৮শে মার্চ তারকেশ্বর আনন্দমার্গ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক  অনুষ্ঠান হয়৷ এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন আনন্দমার্গের  কেন্দ্রীয় কর্মকর্তা আচার্য বীতমোহানন্দ অবধূত, প্রধান অতিথির আসন গ্রহণ  করেন তারকেশ্বর মহাবিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান  অধ্যক্ষ মাননীয় সত্যজিৎ বসু ও বিশেষ অতিথির  আসন গ্রহণ  করেন তারকেশ্বর আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান  শিবশংকর পাল মহাশয়৷  অনুষ্ঠানে  স্কুলের প্রিন্সিপ্যাল আচার্য সুবিকাশানন্দ অবধূত বার্ষিক প্রতিবেদন  পাঠ করেন

হুগলীর চাঁপাডাঙ্গা আনন্দমার্গস্কুলে সাংস্কৃতিক  অনুষ্ঠান

গত ২রা এপ্রিল  চাঁপাডাঙ্গা আনন্দমার্গ স্কুলের  সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷ এই অনুষ্ঠানে সভাপতি  ছিলেন আচার্য বীতমোহানন্দ অবধূত, প্রধান অতিথি  বিকাশচন্দ্র  রায় ও বিশেষ অতিথি  শ্রী অনিমেষ ঘোষ৷ স্কুলের কচি-কাঁচারা বাংলা ছড়া, কবিতা, ইংরেজী রাইমস্, সংসৃকত  শ্লোক, প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করে ও ‘নীল সাগরের অতল তলে’ নাটকটিও মঞ্চস্থ করে৷

সভার প্রধান অতিথি ও বিশেষ অতিথি আনন্দমার্গের শিক্ষাব্যবস্থার  ওপর বক্তব্য রাখেন ও স্কুলের  পড়াশোণার প্রশংসা করেন৷

আনন্দমার্গ ত্রাণকেন্দ্রের  উদ্বোধন

গত ৩১শে মার্চ চিতমুতে  আনন্দমার্গের  এক ত্রাণকেন্দ্রের উদ্বোধন করা হয়৷  শ্রীমন্টু গড়াঞ এজন্যে  জমি দান করেছেন৷ এই স্থানে  প্রথমে মিলিত সাধনা  করে’ আনন্দমার্গ ত্রাণকেন্দ্রের  উদ্বোধন করা হয় ও এরপর চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়৷  চিকিৎসা শিবিরে প্রায় ৪০জন দুঃস্থ  রোগীর  চিকিৎসা করা হয়৷ চিকিৎসা করেন, ডাঃ হরিপদ গড়াঞ, ডাঃ আচার্য আত্মাধ্যানানন্দ  অবধূত ও তাঁদের  সহকর্মীরা৷ এই চিকিৎসা কেন্দ্রের  ব্যবস্থাপনায় ছিলেন মন্টু গড়াঞ ও নন্দলাল গড়াঞ৷

 

মার্গীয় চর্যাচর্য বিধিতে অন্নপ্রাশন

গত ৩১শে মার্চ তারকেশ্বর আনন্দমার্গ স্কুলের বিশিষ্ট শিক্ষক শ্রী বাবলু সাহুর  শিশুকন্যার অন্নপ্রাশন ও নামকরণ উপলক্ষ্যে তাঁর গৃহপ্রাঙ্গণে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ নাম সংকীর্ত্তন  অনুষ্ঠিত হয়৷ উক্ত অনুষ্ঠানে স্থানীয় আনন্দমার্গীরা ছাড়াও বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন৷ এই নামকরণ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ব্রহ্মচারিণী অনিন্দা আচার্যা৷ আনন্দমার্গের চর্যাচর্য বিধিতে সমগ্র অনুষ্ঠানটি পালন করা হয়৷ শিশুকন্যার নাম রাখা হয় ‘জয়া’৷ আনন্দমার্গীয় প্রথায় অন্নপ্রাশন অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য রাখেন ব্রহ্মচারিণী অনিন্দা আচার্যা ও তারকেশ্বর আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান শিবশঙ

আরামবাগে ও গোয়ালতোড়ে সেকেণ্ড ডায়োসিস সেমিনার

হুগলী জেলার আরামবাগে গত ২২ থেকে ২৪ মার্চ হুগলী ডায়োসিসের সেকেণ্ড ডায়োসিস সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল আরামবাগ আনন্দমার্গ স্কুলে৷ উক্ত সেমিনারে প্রায় শতাধিক আনন্দমার্গী উপস্থিত ছিলেন৷ সেমিনারে মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ তিনি আনন্দমার্গের দর্শনের  ‘যোগতন্ত্র ও কেবলাভক্তি’, ‘প্রমা’ ও ‘আনন্দমার্গ কে বিপ্লব’ এই বিষয়গুলির ওপর আলোকপাত করে সুদীর্ঘ বক্তব্য রাখেন৷ উপস্থিত সকলেই তাঁর এই প্রশিক্ষণে দারুণ উপকৃত হয়েছেন বলে মন্তব্য করেন৷ সেমিনারে যথারীতি নগর কীর্ত্তন, প্রভাত সঙ্গীত, ঈশ্বর প্রণিধান, গুরুপূজা, স্বাধ্যায় করা হয়৷ তিনদিনের এই সেমিনারটি শেষ হয় অখণ্ড ‘বাবানাম কে

আনন্দমার্গের সেমিনার

আনন্দনগর ঃ গত ২৪শে মার্চ আনন্দনগরের  সন্নিকটে সিধি  পঞ্চায়েতের  জেলাডি গ্রামে  আনন্দমার্গের এক সেমিনার অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারে আনন্দমার্গের আধ্যাত্মিক দর্শন ও সামাজিক অর্থনৈতিক দর্শন --- ‘প্রাউটে’র ওপর আলোচনা  করেন আচার্য মুক্তানন্দ অবধূত৷ ৬০ জন এই সেমিনারে অংশগ্রহণ  করেন৷ এই সেমিনারে মুক্তানন্দজী ৫ জন পুরুষকে ও অবধূতিকা  আনন্দ অনিন্দিতা আচার্যা ১৫ জন মহিলাকে আনন্দমার্গের সাধনা শেখান৷ এই সেমিনারের ব্যবস্থাপনায় ছিলেন শ্রী সুরেশ কেওট, কৌশিক  সিং ও স্থানীয় অন্যান্য আনন্দমার্গীরা৷

টাটুয়াড়াতে আনন্দমার্গের সেমিনার

গত ৩১শে মার্চ টাটুয়াড়াতে  আনন্দমার্গের  ১দিনের সেমিনারের আয়োজন  করা হয়৷ এতে প্রায় ৫০ জন যোগদান করেন৷ সেমিনারে আনন্দমার্গের  দর্শন ও আদর্শের  বৈশিষ্ট্যের ওপর আলোকপাত  করেন আচার্য মুক্তানন্দ অবধূত, আচার্য মোহনানন্দ অবধূত ও আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷

মুর্শিদাবাদ জেলার নবীপুর আনন্দমার্গ স্কুলে কৃষ্ণনগর সেকেণ্ড ডায়োসিস সেমিনার

অধ্যক্ষ্যা অবধূতিকা আনন্দ তপারতি আচার্যার উদ্যোগে ও বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দের ঐকান্তিক সহযোগিতায় ৮,৯, ১০ই মার্চ মুর্শিদাবাদ জেলার নবীপুর আনন্দমার্গ স্কুলে সাড়ম্বরে কৃষ্ণনগর ডায়োসিসের সেকেণ্ড ডায়োসিস সেমিনার অনুষ্ঠিত হ’ল৷ ৮ই মার্চ মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তনের (তিন ঘণ্টা) মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়৷ শতাধিক আনন্দমার্গ প্রচারক সংঘের সদস্য-সদস্যা  সেমিনারে উপস্থিত ছিলেন৷ প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে ‘যোগ ও তন্ত্র ও কেবলাভক্তি’ / ‘আনন্দমার্গ এক বিপ্লব’ এই দুটি বিষয়ের ওপর ক্লাস নেন আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবীণ সন্ন্যাসী তথা কেন্দ্রীয় কমিটির সদস্য আচার্য

মার্গগুরুদেবের শুভ পদার্পণ দিবস

গত ১৫ই মার্চ হাওড়ার রামরাজাতলায় জগদ্গুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ পদার্পণ দিবস উদয়রপন করা হয়৷ উক্ত অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তনে কণ্ঠ মেলান সুপ্রিয়া ভৌমিক, গুণাতীতা দত্ত, বিপ্লবী শীল, শুভ্র ভৌমিক, শঙ্কর সরকার৷ উক্ত অনুষ্ঠানে সুব্রত সাহা স্বাধ্যায় করেন৷ ‘প্রকৃত গুরু কে’ বাবা ১৯৮১ সালের ১৫ই মার্চ যে প্রবচনটি দিয়েছিলেন স্মৃতীচারণ করে গৌতম দত্ত ও তপন ভৌমিক৷ সহযোগিতায় ছিলেন মহাব্রত দেব, গোপা শীল ও শ্যামসুন্দর দাস৷